সিলেটে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক


মে ১৩, ২০২০
১২:২৬ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২০
১২:২৭ অপরাহ্ন



সিলেটে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্ন মানের পণ্য, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদোউত্তীর্ণের তারিখ না থাকায় সিলেটে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব ও ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুরে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ হাসান ও মহানগর ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সমন্বিতভাবে সিলেট মহানগরের কোতোয়ালি থানা এলাকায় এ অভিযান চালান। 

অভিযানে ভোগ্যপণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোংকে ৫ হাজার টাকা, ফুলকলিকে ৪ হাজার টাকা এবং জনতা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠান থেকে ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে পরে সেগুলো ধ্বংসও করা হয়। জরিমানাকৃত ১৪ হাজার টাকায় রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওবাইন।

এনপি-১৪