শামসুদ্দিনে দুইজনের মৃত্যু, দুইজনের করোনা জয়

নিজস্ব প্রতিবেদক


মে ১৩, ২০২০
১২:৫২ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২০
১২:৫২ অপরাহ্ন



শামসুদ্দিনে দুইজনের মৃত্যু, দুইজনের করোনা জয়

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। এছাড়া আজ বুধবার হাসপাতাল থেকে করোনা আক্রান্ত দুইজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, ‘বুধবার দুইজন করোনা আক্রান্ত পুরুষ সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’ 

আজ বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ওই দুইজনের করোনা ছিলো না। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছিল।’

এনসি-০২/এনপি-১৭