খন্দকার মুক্তাদিরের পক্ষ থেকে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ১৩, ২০২০
০৫:৫৮ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২০
০৫:৫৮ অপরাহ্ন



খন্দকার মুক্তাদিরের পক্ষ থেকে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে সিলেটের সদর উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সিলেটরে সদর উপজেলায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘমেয়াদী লকডাউনে কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আজ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমান করোনা দুর্যোগে বিএনপি আর্ত মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় 

চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে সিলেট জুড়ে কয়েক সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা মনে করি স্ব স্ব অবস্থান থেকে দরিদ্র মানুষের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসা উচিত।

বুধবার সিলেট সদর উপজেলার বিভিন্ন স্থানে আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, বিএনপি নেতা কছির উদ্দিন চেয়ারম্যান, সদর উপজেলার মুরব্বী মোবারক আলী, বিএনপি নেতা ফখর উদ্দিন, যুবদল নেতা আবুল হাসনাথ, মাহির উদ্দিন মাহির ও ছাত্রদল নেতা দিলোয়ার হোসেন সায়েম প্রমুখ।

বিএ-২০