সিলেটের চিকিৎসকদের জন্য ‘কেএন৯৫’ মাস্ক দিলো ‘দি অপটিমিস্টস’

সিলেট মিরর ডেস্ক


মে ১৩, ২০২০
০৬:৫১ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২০
০৭:১৬ অপরাহ্ন



সিলেটের চিকিৎসকদের জন্য ‘কেএন৯৫’ মাস্ক দিলো ‘দি অপটিমিস্টস’

সিলেটের চিকিৎসকদেরকে বিতরণের জন্য ‘কেএন৯৫’ মাস্ক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি অপটিমিস্টস’। সিলেট সংক্রামকব্যাধি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা এহসান উজ জামান খানের কাছে এগুলো হস্তান্তর করা হয়।

আজ বুধবার (১৩মে) সকাল সাড়ে এগুলো হস্তান্তর করা হয়। 

এসময় ‘দি অপটিমিস্টস’ বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম চৌধুরী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে সিলেটের করোনা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালেও এই মাস্কগুলো বিতরণ করা হবে। চিকিৎসকদের স্বাস্থ্য-সুরক্ষার স্বার্থে এই মাস্ক বিতরণ করা হবে। এই কার্যক্রমের সার্বিক সহযোগিতায় রয়েছে ‘বিডি ফিজিশিয়ান’ নামে চিকিৎসকদের একটি সংগঠন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি অপটিমিস্টস’ এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন করোনা ব্যবস্থাপনা হাসপাতালসহ অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের জন্য ২ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম চলছে। এই কার্যক্রমেরই অন্তর্ভুক্ত সিলেট।   

 

আরসি-০১/