যুবদল নেতা মকসুদ কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১৩, ২০২০
০৭:২৩ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২০
০৭:২৩ অপরাহ্ন



যুবদল নেতা মকসুদ কারামুক্ত

সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে ভার্চুয়াল আদালতে তার আইনজীবী জামিন আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, গত ২১ জানুয়ারি দক্ষিণ সুরমা থেকে মকসুদকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রায় চারমাস কারাভোগের পর সবগুলো মামলায় জামিন পেয়ে বুধবার সন্ধ্যায় মুক্তি পান মকসুদ।

সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম রুমেল সিলেট মিররকে জানান, মকসুদ আহমদের নামে মোট ১৮ টি মামলা রয়েছে। সব মামলায় জামিন পেয়ে তিনি ছাড়া পেলেন।

এনসি/বিএ-২৪