বিশ্বনাথ প্রতিনিধি
মে ১৩, ২০২০
০৭:৩১ অপরাহ্ন
আপডেট : মে ১৩, ২০২০
০৭:৩১ অপরাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষিত থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যাতে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য স্থানীয় সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) প্রদান করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ বুধবার (১৩ মে) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে উপজেলার সাংবাদিকদের কাছে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে পিপিই হস্তান্তর করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
বিশ্বনাথে প্রেসক্লাবের পক্ষে পিপিইগুলো গ্রহণ করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন ও আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা জহুর আলী, আকদ্দুছ আলী, আমির আলী, শাহ আলম খোকন, ফয়জুল ইসলাম জয়, ছায়েদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, মাহবুব হোসেন মাছুম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ছাত্রলীগ নেতা সেলিম আহমদ প্রমুখ।
এমএ/আরআর