নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২০
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : মে ১৩, ২০২০
১০:২০ অপরাহ্ন
সিলেট বিভাগের তিন জেলায় আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে সিলেটের ৫ জন, হবিগঞ্জের ৫ জন ও সুনামগঞ্জের ১২ জন।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, আজ বুধবার (১৩ মে) বিকেল ৩টায় ঢাকা থেকে ই-মেইলে এসব তথ্য পাঠানো হয়েছে। ৩৯৭ টি পরীক্ষার মধ্যে ২২ জনের পজেটিভ আসে। এদের মধ্যে সিলেটের ৫ জন, হবিগঞ্জের ৫ জন ও সুনামগঞ্জের ১২ জন।
এনএইচ/বিএ-২৬