জকিগঞ্জ প্রতিনিধি
মে ১৩, ২০২০
০৯:০৬ অপরাহ্ন
আপডেট : মে ১৩, ২০২০
০৯:০৬ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের কনস্টেবল ওবায়দুর রহমান (২০) করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ দেখা দেওয়ায় সিলেটের পুলিশ সুপারের পরামর্শে কনস্টেবল ওবায়দুর রহমানকে পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওবায়দুর রহমান থানার যে কক্ষে থাকতেন, সে কক্ষে থাকা আরও ১০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে আজ বুধবার (১৩ মে) সকালে।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে পুলিশ সদস্যগণের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
কনস্টেবল ওবায়দুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি নতুন সদস্য হিসেবে কিছুদিন আগে বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন। জকিগঞ্জ থানায় প্রায় দুইমাস ধরে দায়িত্বপালন করছেন তিনি।
ওএফ/আরআর