নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২০
১০:১৯ অপরাহ্ন
আপডেট : মে ১৩, ২০২০
১০:৪৬ অপরাহ্ন
সিলেট বিভাগে আজ বুধবার একদিনে ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৫ জন, সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা থেকে ই-মেইলে ৩৯৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট
আমাদের কাছে এসেছে। এর মধ্যে ২২ জনের করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে সিলেটের ৫ জন, হবিগঞ্জের ৫ জন ও সুনামগঞ্জের ১২ জন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
অন্যদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, হাসপাতালের ল্যাবে আজ বুধবার ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনে করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই মৌলভীবাজার জেলার।
উল্লেখ্য, আজ বুধবার সিলেট বিভাগে নতুন করে ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী নিয়ে পুরো বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৬ জনে।
এনসি/বিএ-০১