বিশ্বকাপ বাছাই পিছানো যেন রুমানার শাপেভর

খেলা ডেস্ক


মে ১৪, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন



বিশ্বকাপ বাছাই পিছানো যেন রুমানার শাপেভর

করোনাভাইরাস মহামারির কারণে জুলাইতে হয়ে যাওয়া আইসিসি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে। এতে খারাপের চেয়ে ইতিবাচক দিকটাই বেশি দেখছেন বাংলাদেশ নারী দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি রুমানা। করোনায় খেলা পিছিয়ে যাওয়ায় হতাশ হওয়ার চেয়ে রুমানা যেন শাপেভর দেখছেন এটাকে।
অলরাউন্ডার রুমানা বলেন, ‘মহামারির এই সময়ে টুর্নামেন্ট স্থগিত হতে পারে এরকম একটা ধারণা করছিলাম। তবে নিশ্চিত ছিলাম না। আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসায় এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। কারণ দীর্ঘদিন আমরা মাঠের বাইরে। ঘরে বসে যতই ফিটনেস নিয়ে কাজ করি না কেন, মাঠে থেকে ফিটনেস নিয়ে কাজ করার মতো হচ্ছিল না।’
রুমানার মতে ‌‘পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ভার থেকে নিজেদের তৈরি করতে পারবেন তারা,  সেই সময়টাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য পুরোপুরি ফিট করতে পাবে ক্রিকেটাররা। এখন নতুন করে পরিকল্পনা সাজাতে হবে আমাদের।’
৩ থেকে ১৯ জুলাই ১০ দলকে নিয়ে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল ২০২১ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাই। আইসিসি জানিয়েছে, অংশগ্রহণকারী দল ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে টুর্নামেন্টের নতুন তারিখ ঠিক করবে তারা।

এআরআর/০১