সরফরাজ বাদ, অধিনায়ক বাবর

খেলা ডেস্ক


মে ১৪, ২০২০
০৮:৪৬ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৮:৪৬ পূর্বাহ্ন



সরফরাজ বাদ, অধিনায়ক বাবর

পাকিস্তানের নেতৃত্ব হারালেন উইকেট কিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। তাকে ওয়ানডেতে থেকেও সরিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। তিনি আগে থেকেই ছিলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক। এবার ওয়ানডেতেও তাকে অধিনায়ক করেছে পিসিবি। টেস্ট অধিনায়ক থাকছেন আজহার আলীই।
তবে দল থেকে আপাতত বাদ পড়ছেন না সরফরাজ। কারণ ২০২০-২১ মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এখন খেলোয়াড় হিসেবে দলে টিকে থাকার লড়াইটা চালিয়ে যেতে পারবেন এই ব্যাটসম্যান।
এবার তিন ফরম্যাটেই স্থায়ী অধিনায়ক পেল পাকিস্তান দল। বুধবার (১৩ মে) বাবর আজমকে বেছে নিয়ে কোটা পূর্ণ করল পিসিবি।
পাকিস্তান দলের হেড কোচ এবং চিফ নির্বাচক মিসবাহ উল হক বাবর আজম ও আজহার আলিকে তাদের দায়িত্বের জন্য তাদের অভিনন্দন জানান। তিনি মনে করেন ‘ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে এটি যথাযথ একটি সিদ্ধান্ত। আমি নিশ্চিত তারা এখন দলকে এগিয়ে নেওয়ার জন্য পরিষ্কার পরিকল্পনা হাতে নেবে। তাদের হাত ধরে এগিয়ে যাবে পাকিস্তান ক্রিকেট।’

এআরআর/০৬