চিকিৎসা বিড়ম্বনার শিকার কোচ আশিক

খেলা ডেস্ক


মে ১৪, ২০২০
০৯:০৫ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৯:০৫ পূর্বাহ্ন



চিকিৎসা বিড়ম্বনার শিকার কোচ আশিক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিৎিসা নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হন সাবেক ক্রিকেটার ও বিসিবি  গেম ডেভেলপমেন্ট-এর কোচ আশিকুর রহমান মজুমদার। বেশ কিছুদিন থেকেই তার মাঝে করোনা উপসর্গ ছিল। বাসায় বসে চিকিৎসা নিচ্ছিলেন। অবশেষে সোমবার (১১ মে) আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন তিনি। শ্বাসকষ্ট  হওয়ায় আশিককে তার পরিবার হাসপাতালে নিতে চাইলে শুরু হয় জটিলতা। হাসপাতালে ভর্তির জন্য সিটই পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত বিসিবির মেডিক্যাল বিভাগের সহযোগিতায় তাকে ভর্তি করা হয় মুগদা হাসপাতালে। তার সিট পাওয়া নিয়ে ঝামেলার বিষয়টি নিশ্চিত করেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
আশিকরে বন্ধু বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, ‘আশিকুর নিজ এলাকায় করোনায় দরিদ্র মানুষদের সহযোগিতা করছিলেন। হয়তো সেখান থেকেই আক্রান্ত হয়েছেন।’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার আশিকুর রহমান। এছাড়াও বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক সহকারী  কোচ তিনি। বর্তমানে বিসিবি  গেম ডেভেলপমেন্ট-এর কোচের দায়িত্ব পালন করেছেন আশিক।

এআরআর/০৭