জৈন্তাপুর প্রতিনিধি
মে ১৪, ২০২০
০১:৪২ পূর্বাহ্ন
আপডেট : মে ১৪, ২০২০
০৮:১০ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সরকারি ত্রাণের তালিকায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। বুধবার (১৩ মে) রাত ৯ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ৭ নম্বর ওয়ার্ড সদস্য ফয়জুল হাসান, মনির মিয়া, মোহাম্মদ আরিফ আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, এ ঘটনায় খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস. আই আতিকুর রহমান রাসেল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস.আই আতিকুর রহমান রাসেল বলেন, সরকারি ত্রাণের তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতরা চিকিৎসাধীন আছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরকেএস/বিএ-০৪