বালাগঞ্জে করোনা আক্রান্তসহ পরিবার ও প্রতিবেশীদের রিপোর্ট নেগেটিভ

বালাগঞ্জ প্রতিনিধি


মে ১৪, ২০২০
০৮:২৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৮:২৯ পূর্বাহ্ন



বালাগঞ্জে করোনা আক্রান্তসহ পরিবার ও প্রতিবেশীদের রিপোর্ট নেগেটিভ

সিলেটের বালাগঞ্জে করোনা আক্রান্ত এক যুবকসহ তার পরিবারের ১১ সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ৫ মে বালাগঞ্জ ইউনিয়নের বাবরকপুর গ্রামের ২৬ বছর বয়সী ওই যুবকের করোনা পজেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার পর তাকে কোয়ারিন্টেনে রাখা হয়। তার বাড়িসহ প্রতিবেশী বাড়িগুলোও লকডাউন করা হয়। ওই যুবক ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে বাড়িতে আসার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। 

আক্রান্ত ওই যুবকের শরীর থেকে পুনরায় নমুনা সংগ্রহ এবং তার পরিবার ও প্রতিবেশী লোকজনের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করা হলে সবার রিপোর্ট নেগেটিভ আসে।

এছাড়া বালাগঞ্জে প্রথম অবস্থায় ৩০ বছর বয়সী যে যুবকের করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল তাকে কোয়ারান্টিনে রেখে পুনরায় নমুনা সংগ্রহ করে পাঠানো হলেও এখনও রিপোর্ট আসেনি। তবে তার পরিবার ও প্রতিবেশী ৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই যুবকের বাড়ি সুনামগঞ্জ জেলায় হলেও কাজের সুবাদে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে তিনি বালাগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে বসবাস করে আসছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন করোনা বিষয়ে তথ্য প্রদানকারী বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ শুক্লম্বর নাথ। 

প্রসঙ্গত, করোনা সচেনতার অংশ হিসেবে এ পর্যন্ত বালাগঞ্জ উপজেরায় মোট ৬২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। এর মধ্যে আক্রান্ত ১ জনসহ ৪১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এসএ-০১/এনপি-০১