নিজস্ব প্রতিবেদক
মে ১৪, ২০২০
০৫:৩৯ অপরাহ্ন
আপডেট : মে ১৪, ২০২০
০৯:১১ অপরাহ্ন
সিলেটের হাসান মার্কেট পুণরায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল শুক্রবার (১৫ মে) থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে মার্কেটটি। বিষয়টি নিশ্চিত করেন হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইস আলী ।
জানা যায় , আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩ টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে হাসান মার্কেটের ব্যবসায়ীদের এক বৈঠক অনুষ্টিত হয়। এতে মেয়রের আহবানে সাড়া দিয়ে ও সিলেটের মানুষের কথা চিন্তা করে আগামিকাল শুক্রবার থেকে পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
এ বিষয়ে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইস আলী জানান, আজকে সিসিক মেয়রের আহবানে সাড়া দিয়ে আমরা আগামীকাল শুক্রবার থেকে মার্কেট বন্ধ রাখার সিধান্ত নিয়েছি। তবে হকার্স মার্কেট, সিটি মার্কেট যদি খোলা থাকে তাহলে আমরা পুণরায় আমাদের সিদ্ধান্ত নিয়ে ভাববো।
এর আগে গত শুক্রবার মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠকে সিলেট নগরের ব্যবসায়ীরা দোকানপাট ঈদের আগে খোলা না রাখার ঘোষণা দেন। পরদিন শনিবার সিলেটের হাসান মার্কেটও বন্ধ রাখার ঘোষণা দেন মার্কেট কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীরা খোলে বসেন দোকানপাট। এতে তুমুল সমালোচনা শুরু হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার পুণরায় মার্কেটটি বন্ধের ঘোষণা দেন ব্যবসায়ীরা।
এনএইচ/বিএ-১৫