৫ দফা দাবিতে সিলেটে বাসদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক


মে ১৪, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন



৫ দফা দাবিতে সিলেটে বাসদের স্মারকলিপি

করোনা মহামারী প্রতিরোধে সিলেট জেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ৫দফা দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার উদ্যোগে সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১টায় চৌহাট্টস্থ সিলেট সিভিল সার্জন কার্যালয়ে এ স্মারকলিপি পেশ করেন বাসদ নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, প্রগতিশীল চিকিৎসক ফোরামের কেন্দ্রীয় সংগঠক ডা. প্রণবেন্দু দেব রায়, শ্রমিক ফ্রন্টের ওমর ফারুক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী হলেও অনেক দেশ বা অঞ্চল সমন্বিত কার্যকর পদক্ষেপ নেয়ায় মহামারী প্রতিরোধে সফল হয়েছে। ‘মন্দের প্রতিযোগিতা নয়, ভালোর চেয়ে ভালো’ এই নীতি বিবেচনায় জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে সিলেটে করোনা প্রতিরোধে সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

৫ দফা দাবির মধ্যে রয়েছে, নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতালের সাথে যুক্ত করে নূন্যতম ২৫টি ভেন্টিলেটর ও আইসিইউ সার্পোটসহ ৫০০ শয্যার করোনা ইউনিট ও উপজেলা পর্যায়ে ১০০ শয্যার করোনা ইউনিট প্রস্তুত করা,  নগরে ১০০০ শয্যার ও উপজেলা পর্যায়ে ২০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে জরুরী ভিত্তিতে হোটেল, কমিউনিটি সেন্টার সংস্কার করে সেখানে করোনা রোগীর সংস্পর্শে আসা বা সন্দেভাজন রোগীদের প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন করা, ওসমানী হাসপাতালে প্রতিদিন ৫০০ করোনা পরীক্ষা করার ব্যবস্থা করা, শাবিপ্রবিতে দ্রুত করোনা পরীক্ষার জন্য প্রস্তুত করা। করোনা পরীক্ষার ফলাফল ২৪ ঘন্টার মধ্যে প্রদান করা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যবিভাগ ও প্রশাসনের সমন্বয়ে স্বেচ্ছাসেবকদের যুক্ত করে 'করোনা ব্লিচিং টিম' গঠন ও স্বাস্থ্যখাতের সকল পর্যায়ে চিকিৎসক-নার্স-টেকনোলজিস্টসহ সর্বস্থরের কর্মচারীদের জন্য সরকারি খরচে পিপিই, আবাসন, খাদ্য ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং সবার ঝুঁকি বীমা ও ভাতা নিশ্চিত করা।

এনএইচ/বিএ-১৬