কানাইঘাট প্রতিনিধি
মে ১৪, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন
আপডেট : মে ১৪, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে কানাইঘাটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ জনে।
নতুন করে আক্রান্ত ব্যক্তির বাড়ি ঝিংগাবাড়ী ইউনিয়নের কাপ্তানপুর গ্রামে। তিনি সুনামগঞ্জফেরত ধান কাটা শ্রমিক।
আজ বৃহস্পতিবার (১৪ মে) কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামারতালুক গ্রামের একজন ও ঝিংগাবাড়ী ইউনিয়নের আরেকজন ব্যক্তির করোনার রিপোর্ট পজেটিভ এলে তাদের বাড়ি লকডাউন করা হয়।
এমআর/আরআর