ওসমানীনগরের দয়ামীরে বন্ধ থাকবে ব্যবসাপ্রতিষ্ঠান

ওসমানীনগর প্রতিনিধি


মে ১৪, ২০২০
০৭:২৫ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৭:২৫ অপরাহ্ন



ওসমানীনগরের দয়ামীরে বন্ধ থাকবে ব্যবসাপ্রতিষ্ঠান

পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত ফার্মেসি ও নিত্যপণ্যের দোকান ছাড়া সবধরণের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বণিক সমিতি ও বাজার কমিটি। আগামীকাল শুক্রবার (১৫ মে) থেকে ঈদ পর্যন্ত দয়ামীর বাজারে সব ধরণের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন তারা।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দয়ামীর বাজার বণিক সমিতি ও বাজার কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, দয়ামীর ইউপির চেয়ারম্যান ও দয়ামীর বাজার কমিটির সভাপতি এস টি এম ফখরউদ্দিন, দয়ামীর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস শহীদ, সহ-সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ আব্দুল, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শাহীন, ব্যবসায়ী সুজন মিয়া, ছিদ্দেক আলী, দুনু মিয়া, রুম্মান আহমদ, আমির আলী, জাহির আহমদ মোহন, আব্দুল জলিল, পায়েল আহমদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দয়ামীর ইউপির চেয়ারম্যান এস টি এম ফখরউদ্দিন বলেন, সরকার জনস্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার অনুমতি দিয়েছে। এ জন্য আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে দয়ামীর একটি ব্যবসায়িক ব্যস্ততম এলাকা হওয়ায় বাজারে জনসমাগম বেশি হয়ে থাকে। ঈদের সময় বাজারের অলিগলিতে জনস্রোত সৃষ্টি হয়। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান চালানো দুরূহ হওয়ায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখার পক্ষে মতামত দিয়েছেন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমেছে।

 

ইউডি/আরআর