প্রবাসীদের অর্থায়নে লালাবাজারে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২০
০৮:০৩ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২০
০৮:০৩ অপরাহ্ন



প্রবাসীদের অর্থায়নে লালাবাজারে খাদ্যসামগ্রী বিতরণ

প্রবাসীদের অর্থায়নে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে লালাবাজার ইউনিয়নের রাজাপুর ও নূরপুর গ্রামের প্রায় দুইশত পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

নূরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও বিতরণে উপস্থিত ছিলেন পূর্বপাড়া মসজিদের মোতাওয়াল্লী মুকিত মিয়া, পশ্চিম পাড়া মসজিদের মোতাওয়াল্লী সিরাজ মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা'র সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, পরিষদের লালাবাজার ইউনিয়ন সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, পরিষদের লালাবাজার ইউনিয়নের সংগঠক ও ছাত্রলীগ নেতা শাহ কামরান হুসেন, নাজমুস সাকিব রাহি, শাহ রনি আহমদ শাহ আদনান প্রমুখ। 

উল্লেখ্য, রাজাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নর্থ লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি ও যুক্তরাজ্য শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা শাহ ইমরান হোসেনের উদ্যোগ ও আর্থিক সহযোগীতায় এবং যুক্তরাজ্যে বসবাসরত রাজাপুর ও নূরপুর গ্রামের প্রবাসীদের আর্থিক সহযোগীতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল ২৫ কেজি, ডাল ৩ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ৫ কেজি, তেল ২ লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, খেজুর ৫০০ গ্রাম, সেমাই ১ টি, আদা আধা কেজি, মরিচ ২০০ গ্রাম, হলুদ ২০০ গ্রাম, ধনিয়া দুধ ২০০ গ্রাম এবং রসুন দেড় কেজি।

বিএ-২১