দক্ষিণ সুরমায় বিস্ফোরণে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


মে ১৪, ২০২০
১১:০৮ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় বিস্ফোরণে দুইজনের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় ওয়েল্ডিং কারখানায় বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১১ টায় দক্ষিণ সুরমার কুচাই এলাকার মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতদের একজন মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে স্বত্বাধিকারী কুচাই এলাকার বাসিন্দা কমর উদ্দিন (৩৫)। অন্যজনের নাম মনির (৫০), সে পদ্মা অয়েলের গাড়ি চালক। তার বাড়ি নোয়াখালী। এছাড়া কাউসার নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে পদ্মা অয়েল কোম্পানির গাড়ি মা ওয়ার্কশপে ওয়েল্ডিং করার সময় গাড়ির ভেতরে বিস্ফোরণের  আগুনে মৃত্যু হয় কমর উদ্দিনের। গাড়ির চালক মনির বিস্ফোরণের সময় গাড়ি থেকে ছিটকে পড়ে  মারা যায়। খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করেন। এছাড়া অাহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ফায়ার সার্ভিস সিলেটের কন্ট্রোল রুমের  কর্মকর্তা উজ্জল চক্রবর্তী জানান, পদ্মা অয়েলের গাড়ি ওয়েল্ডিং করার সময় দুইজনের মৃত্যু হয়েছে। তবে গাড়িতে কোনও তেল ছিলো না। সম্ভবত গ্যাস জমে থাকায় বিস্ফোরণ হয়েছে। 

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন সিলেট মিররকে বলেন, নিহতদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

 

এনসি-০১/বিএ-০৩