সিলেট মিরর ডেস্ক
মে ১৫, ২০২০
১০:৫৮ পূর্বাহ্ন
আপডেট : মে ১৫, ২০২০
১০:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, ভাষাসংগ্রামী, লেখক ও গবেষক, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
আজ শুক্রবার (১৫ মে) এক শোকবার্তায় তিনি বলেন, ‘অধ্যাপক ড. আনিসুজ্জামান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আমৃত্যু কাজ করে গেছেন তিনি। এসকল ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ পদক সম্মানসূচক ডি-লিট উপাধিসহ অসংখ্য দেশি-বিদেশি পদক ও সম্মানে ভূষিত হয়েছেন।’
শোকবার্তায় তিনি আরও বলেন, ‘অধ্যাপক ড. আনিসুজ্জামান দেশ ও জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের কাছে তিনি ছিলেন প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত বাতিঘরের মতো। তাঁর প্রয়ানে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। তার এ শূন্যতা দেশ, জাতি ও বাংলা ভাষার জন্য অপূরণীয় ক্ষতি।’
সিকৃবির ভাইস-চ্যান্সেলর মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এনপি-০৯