মোহাম্মদ আমজাদ হোসেন সিলেটের নতুন খাদ্য নিয়ন্ত্রক

নিজস্ব প্রতিবেদক


মে ১৫, ২০২০
১২:২৩ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
১২:২৪ অপরাহ্ন



মোহাম্মদ আমজাদ হোসেন সিলেটের নতুন খাদ্য নিয়ন্ত্রক

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়

সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশীদকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পদে বদলি করা হয়েছে। আর খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেনকে দেওয়া হয়েছে সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব।

কোভিড-১৯ সঙ্কটে দেশজুড়ে সরকারি ত্রাণ বিতরণ কর্মসূচি চলার মধ্যে এই পরিবর্তন আনা হলো। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) খাদ্য মন্ত্রণালয় এ আদেশ জারি করে।  

একইদিন আলাদা আদেশে ময়মনসিংহের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলমকে গাজীপুরে, গাইবান্ধার জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলামকে ময়মনসিংহে এবং ভোলার জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে গাইবান্ধার জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, খাদ্য অধিদপ্তরের বিদ্যমান বদলি নীতিমালা অনুযায়ী এসব কর্মকর্তাকে দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর করতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এ পর্যন্ত দরিদ্র জনগোষ্ঠী ও কর্মহীনদের তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ৯১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং এক লাখ ৭২ হাজার ৮১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচি এবং বিশেষ ওএমএসের চাল বিতরণেও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এনপি-১৩