নিজস্ব প্রতিবেদক
মে ১৫, ২০২০
০২:১৫ অপরাহ্ন
আপডেট : মে ১৫, ২০২০
০২:১৭ অপরাহ্ন
আজ শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ২০ হাজার ৬৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১.৫৪ শতাংশ রোগী সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ শুক্রবার এ তথ্য জানান। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় ২১৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিডিআর’র ওয়েবসাইটে বলা হয়েছে। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলার ১শ জন, সুনামগঞ্জের ৪৩ জন, সিলেট জেলার ৩৯ জন এবং মৌলভীবাজার জেলার ৩৭ জন।
এলাকাভিত্তিক চিত্র তুলে ধরে অধ্যাপক নাসিমা বলেন, দেশে মোট আক্রান্তের মধ্যে ঢাকা বিভাগের রোগীর হার কমে এখন ৭৯ দশমিক ৫৪ শতাংশ হয়েছে। আগে তা ছিল ৮০ শতাংশের বেশি। ঢাকা মহানগরীতে আক্রান্তের সংখ্যা দেশের মোট রোগীর ৫৮ দশমিক ১১ শতাংশ। মহানগরী ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলার রোগীর সংখ্যা দেশের মোট আক্রান্তের ২১ দশমিক ৪৩ শতাংশ।
এছাড়া ৮ দশমিক ৪৭ শতাংশ চট্টগ্রাম বিভাগের, ৩ দশমিক ৫০ শতাংশ ময়মনসিংহ বিভাগের, ২ দশমিক ৫৩ শতাংর রংপুর বিভাগের, ১ দশমিক ৫৪ শতাংশ সিলেট বিভাগের, ১ দশমিক ৩৯ শতাংশ রাজশাহী বিভাগের এবং ১ দশমিক ১০ শতাংশ বরিশাল বিভাগের।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে একদিনে রেকর্ড ১২০২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এ নিয়ে কোডিভ-১৯ আক্রান্ত ২৯৮ জনের মৃত্যু হলো। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৩ হাজার ৮৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।
এনপি-১৭