গোলাপগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক স্বামী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ১৫, ২০২০
০৩:১০ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
০৩:১৩ অপরাহ্ন



গোলাপগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক স্বামী গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে স্ত্রীকে বটি দা দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক স্বামী এনাম উদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কানইঘাট উপজেলার ময়না সাকিন গ্রাম থেকে তাকে  গ্রেপ্তার করে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত আসামী এনাম উদ্দিন বাঘা মাঝের মহল্লা গ্রামের মৃত হারিছ আলীর ছেলে। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামী আজিরুন নেছা (৪০) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সে বাঘা মাঝের মহল্লা গ্রামের মন্তাই মিয়ার স্ত্রী।  তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে।  
 
আজ দুপুরে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় কানইঘাটের ময়না সাকিন গ্রামে বন্ধুর বাড়ি থেকে এনাম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে  ঘাতক এনামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
উল্লেখ্য, গত ১১ মে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শিল্পী বেগমকে বাটি দা দিয়ে গলা কেটে হত্যা করে এনাম উদ্দিন। এ ঘটনায় নিহত শিল্পী বেগমের ছোট ভাই মো. আব্দুছ ছামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন।
 
এফএম/বিএ-১৩