নিজস্ব প্রতিবেদক
মে ১৫, ২০২০
০৩:৩৩ অপরাহ্ন
আপডেট : মে ১৫, ২০২০
০৩:৩৩ অপরাহ্ন
পবিত্র রমজান ও করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিটি ক্লাব ইউকে।
আজ শুক্রবার (১৫ মে) বেলা ২টায় নগরের কুমাড়পাড়া এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী এবং ১৯ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি দিলোয়ার হোসেন রাজা।
এসময় নগরের প্রায় ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ছোলা, চিনি, দুধ, সেমাই, লবন, হলুদ, মরিচ।
সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিটি ক্লাব ইউকের সদস্যরা একসময় এই সিলেটের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনে ভুমিকা রেখে গেছেন। কিন্তু জীবিকার তাগিদে তারা প্রবাসে জীবন যাপন করছেন। করোনাভাইরাস মহামারীতে তারাও খুব সংকটে আছেন তবুও দেশের অসহায় মানুষের কথা ভুলেননি। এই দুর্যোগে তারা যেভাবে এগিয়ে এসেছেন, সেজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এ উদ্যোগের বিষয়ে বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরী জানান, সিটি ক্লাব ইউকের সদস্যরা সব সময় দেশের অসহায় মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এবারও তার ব্যাতিক্রম নয়। বিশ্বব্যাপী করোনা মহামারীতে তারা ও এক সংকটের সময় পার করছেন। তার মধ্যেই তারা দেশের অসহায় গরীব মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন।
এনএইচ/বিএ-১৪