সিলেটে 'টিম আলো'র উদ্যোগে ইফতার বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ১৫, ২০২০
০৭:০৭ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
০৭:১০ অপরাহ্ন



সিলেটে 'টিম আলো'র উদ্যোগে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন 'টিম আলো' আজ শুক্রবার সিলেট নগরীর কয়েকটি স্থানে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতসহ রোজাদার পথচারীদের মধ্যে প্রায় ৩০০ প্যাকেট ইফতারসামগ্রী বিতরণ করেছে।

'টিম আলো'র সংগঠক জিয়াউল হক জিয়া জানান, 'টিম আলো' একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। দেশে-বিদেশে থাকা দাতা সদস্যদের সহযোগিতায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, 'টিম আলো' করোনা সংকটে মাঠে কাজ করছে। লকডাউন পরিস্থিতিতে প্রায় ১০০ গৃহবন্দি পরিবারকে খাদ্য সহয়তা এবং পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীতে আরও ১০০ অসহায় ও হতদরিদ্র পরিবারকে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ নগরীতে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে 'টিম আলো'র পক্ষ থেকে নগরীর সুবিধাবঞ্চিত ও অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

ইফতারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, 'টিম আলো'র নুর উদ্দিন আহমদ, জিয়াউর রহমান, খোরশেদ আলম, এমদাদুল হক রাসেল, বদরুল ইসলাম, তুষান আহমদ ও ছমছুল ইসলাম। 

উদ্যোক্তারা জানান, সমাজের বিত্তবানসহ সকলের সহযোগিতা পেলে 'টিম আলো' সর্বদা মাঠে থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবে। এজন্য তারা সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

আরআর