বিশ্বনাথে মাদকসেবীর হামলায় আহত সাংবাদিক শিপন

বালাগঞ্জ প্রতিনিধি


মে ১৫, ২০২০
০৭:৪২ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
০৭:৪৩ অপরাহ্ন



বিশ্বনাথে মাদকসেবীর হামলায় আহত সাংবাদিক শিপন

সিলেটের বিশ্বনাথে মাদকসেবীর হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক কালের কন্ঠ ও দৈনিক সিলেট মিরর পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি এবং বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।

আজ শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামস্থ বাড়ি থেকে কয়েকশ গজ দূরে বিশ্বনাথ সরকারি কলেজের সামনে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় অতর্কিত হামলার শিকার হন সাংবাদিক শিপন।

এ সময় সাংবাদিক শিপনের সঙ্গে থাকা নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের নগদ ৭০ হাজার টাকা ও দু'টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায় হামলাকারী দিলোয়ার হোসেন দিলা। দিলা উপজেলার কারিকোনা গ্রামের মৃত জবান আলীর পুত্র।

গুরুতর আহত অবস্থায় সাংবাদিক মোহাম্মদ আলী শিপন বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে নিজ বাড়িতে ফিরে যান সাংবাদিক শিপন। বাড়িতে ফেরার পর শিপনের অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। হামলার খবর পেয়ে থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারী দিলোয়ার হোসেন দিলা ২০০৩ সালে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে সংঘটিত হওয়া একটি বাস ডাকাতি মামলার আসামি

ছিল। ২০১৯ সালে পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলার এজাহারনামীয় আসামিও সে। এছাড়া মাদক সেবনের টাকা জোগাড় করতে

এলাকায় সংঘটিত হওয়া একাধিক চুরির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে সাংবাদিকের ওপর হামলাকারী দিলোয়ার হোসেন দিলার। এলাকার একটি প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ার কারণে দিলার দীর্ঘদিনের অপকর্মের বিরুদ্ধে এলাকার লোকজন প্রতিবাদ করতে সাহস পান না বলেও জনশ্রুতি রয়েছে।

এদিকে সাংবাদিক মোহাম্মদ আলী শিপনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রতিবাদ বার্তায় দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিন্দা প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সাংবাদিক অসিত রঞ্জন দেব প্রমুখ।

 

এসএ/আরআর