ডা. দিলীপ কুমার ভৌমিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

নিজস্ব প্রতিবেদক


মে ১৫, ২০২০
০৮:১৮ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
০৮:১৮ অপরাহ্ন



ডা. দিলীপ কুমার ভৌমিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি আজ শুক্রবার (১৫ মে) রাতে সিলেট মিররকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র।

তিনি বলেন, ‘ ডা. দিলীপ ভৌমিকের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তবে এখনো তাকে আইইসিউতে রাখা হয়েছে এবং সার্বক্ষণিকতাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।’

এদিকে ডা. দিলীপ কুমার ভৌমিকের নমুনা পরিক্ষায় আবারও তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

এর আগে গত ৪ মে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ডা. দিলীপ কুমারের নমুনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। এরপর থেকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধানকে। গত ১১ মে (রবিবার) সন্ধ্যার দিকে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।  

এনএইচ/বিএ-২৪