জকিগঞ্জ প্রতিনিধি
মে ১৫, ২০২০
০৮:৩৬ অপরাহ্ন
আপডেট : মে ১৫, ২০২০
০৮:৩৬ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে ত্রাণ চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন তাজনের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন আজির উদ্দিন নামের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে সুলতানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।
লাঞ্ছিত বৃদ্ধ আজির উদ্দিন অভিযোগ করেন, ইউপি সদস্য তাজ উদ্দিন তাজনের কাছে ত্রাণ চাওয়ায় তিনি তাকে লাথি ও চড় মেরেছেন। এতে তিনি কিছুটা আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে ইউপি সদস্য তাজ উদ্দিন তাজন অভিযোগ অস্বীকার করে জানান, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বৃদ্ধকে মারধর করেননি। বৃদ্ধ অন্য কারও সঙ্গে তর্ক করেছিলেন। ওই সময় তিনি তাকে সরিয়ে দিয়েছেন।
জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ত্রাণের জন্য মারধর করা দুঃখজনক। বৃদ্ধ লোকটি থানায় অভিযোগ করুক। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
ওএফ/আরআর