ওসমানীনগরে আরও ১ জন করোনা রোগী শনাক্ত

ওসমানীনগর প্রতিনিধি


মে ১৫, ২০২০
১১:০০ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
১১:০০ অপরাহ্ন



ওসমানীনগরে আরও ১ জন করোনা রোগী শনাক্ত

সিলেটের ওসমানীনগর উপজেলায় আরও ১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ শুক্রবার  (১৫ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় এখন পর্যন্ত ৩জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে আজ শুক্রবার ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে একজন ওসমানীনগর উপজেলার বাসিন্দা।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একটু আগে খবর পেয়েছি। আক্রান্ত ব্যক্তি উপজেলার তাজপুর এলাকার একটি বাসার ভাড়াটিয়া। তার বাসা লকডাউন করা হবে।

প্রসঙ্গত, ওসমানীনগরে প্রথম করোনা রোগী ধরা পড়ে গত ৩০ এপ্রিল। দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া (নোয়াগাঁও) গ্রামের ৫৫ বছরের এক ব্যক্তি উপ‌জেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত  হন। গত ২৬ এপ্রিল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ওই ব্যক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের সন্দেহ হলে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করেন। এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন। তারপর ওসমানীনগরের ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ জানিয়ে রিপোর্ট আসে।

গত ৫ মে ওসমানীনগরে ২য় করোনা রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত ঢাকা ফেরত ২৪ বছর বয়সী তরুণ গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। তিনি কয়েকদিন আগে বালাগঞ্জে তাঁর আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে কিছুটা অসুস্থতাবোধ করলে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেন। পরবর্তীতে ৫ মে তার করোনা পজেটিভ আসে।

ইউডি/বিএ-০৪