ওসমানীর ৫ নার্স ও ১ ওয়ার্ডবয় করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১৬, ২০২০
১২:১৫ পূর্বাহ্ন


আপডেট : মে ১৬, ২০২০
১২:১৫ পূর্বাহ্ন



ওসমানীর ৫ নার্স ও ১ ওয়ার্ডবয় করোনা আক্রান্ত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ নার্স ও এক ওয়ার্ডবয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার  (১৫ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালের ল্যাবে শুক্রবার (১৫ মে) ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ওসমানী মেডিকেলের পাঁচ নার্স ও এক ওয়ার্ডবয়ও রয়েছেন । তারা হাসপাতালের আইসিইউ-তে দায়িত্ব পালন করছিলেন। শনাক্ত হওয়া নার্সরা সম্প্রতি ঢাকা ও নারায়নঞ্জ থেকে ওসমানী হাসপাতালে যোগ দেওয়ার জন্য সিলেটে আসেন বলে জানা গেছে।

এনসি/বিএ-০৭