বিশ্বজয়ী আকবরের জার্সি-গ্লাভস বিক্রি ১ লাখ ৭০ হাজার টাকায়

খেলা ডেস্ক


মে ১৬, ২০২০
০৯:২৯ পূর্বাহ্ন


আপডেট : মে ১৬, ২০২০
০৯:২৯ পূর্বাহ্ন



বিশ্বজয়ী আকবরের জার্সি-গ্লাভস বিক্রি ১ লাখ ৭০ হাজার টাকায়


সাকিব আল হাসান নিজের সবচেয়ে প্রিয় ব্যাট উৎসর্গ করেছেন করোনা যুদ্ধে। মহাবিপর্যয়ের দিনে সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা ও হাসপাতালের সরঞ্জামাদি কিনতে নিলামে বিশ্বকাপের ব্যাটটি বিক্রি করে গড়েছেন ২০ লাখ টাকার তহবিল। সাকিবের মতো ২০১৩ সালে দেশের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিকুর রহীম। ১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাটটি কিনে নিয়েছে শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। সিনিয়রদের দেখানো পথে হেঁটে এবার মানবতার ডাকে সাড়া দেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। করোনা সঙ্কটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিল গড়তে জুনিয়র টাইগার ক্যাপ্টেন নিলামে তোলেন যুব বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস। নিলাম থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় আকবরের জার্সি ও ব্যাটিং গ্লাভস কিনে নেন জুয়েল নামের এক ব্যাক্তি।

এআরআর/৬