ওসমানীর করোনা আক্রান্ত তিন নার্স শামসুদ্দিনে

নিজস্ব প্রতিবেদক


মে ১৬, ২০২০
১১:১৯ অপরাহ্ন


আপডেট : মে ১৬, ২০২০
১১:১৯ অপরাহ্ন



ওসমানীর করোনা আক্রান্ত তিন নার্স শামসুদ্দিনে

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ নার্সের মধ্যে তিনজনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন বাসায় আইসোলেশনে আছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় আজ শনিবার সকালে সিলেট মিররকে জানান, গতকাল শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ নার্স রয়েছেন। 

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, ওসমানীর তিন নার্সসহ শামসুদ্দিনে মোট ৩৫ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত। 

এনসি-০৪/এনপি-১১