ওসমানীনগরে করোনা আক্রান্ত ব্যক্তির বাসাসহ ভবন লকডাউন

ওসমানীনগর প্রতিনিধি


মে ১৬, ২০২০
০৭:২৩ অপরাহ্ন


আপডেট : মে ১৬, ২০২০
০৭:২৫ অপরাহ্ন



ওসমানীনগরে করোনা আক্রান্ত ব্যক্তির বাসাসহ ভবন লকডাউন

সিলেটের ওসমানীনগরে করোনা আক্রান্ত রোগীর তাজপুরস্থ বাসাসহ পুরো ৫ তলা ভবন লকডাউন করা হয়েছে। গতকার শুক্রবার (১৫ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে উক্ত ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় এখন পর্যন্ত ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।  

করোনা শনাক্ত হওয়া ব্যক্তি পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-১ এর ওসমানীনগরের খাশিকাপন জোনাল অফিসে লাইন টেকনিশিয়ান পদে কর্মরত। তিনি হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি স্ত্রী ও পুত্র নিয়ে তাজপুর বাজারের হাজী মশ্রব আলী কমপ্লেক্সে ভাড়া থাকেন।

আজ শনিবার দুপুরে ওসমানীনগর উপজেলা ভূমি কর্মকর্তা আফসানা তাসলিম আক্রান্ত ব্যক্তির বাসাসহ পুরো ভবন লকডাউন করেন। এতে মশ্রব আলী কমপ্লেক্সের পাঁচ তলা ভবনের আট ইউনিটের যারা ভাড়া থাকেন তারা অবরুদ্ধ হয়ে পড়েন এবং ভবনের নিচের ৫টি দোকানও বন্ধ করে দেওয়া হয়।

ভবন লকডাউন করার সময় স্থানীয় চেয়ারম্যান ইমরান রব্বানী, ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

ওসমানীনগর উপজেলায় করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বলেন, ৬ মে শরীরে জ্বর থাকায় আক্রান্ত ব্যক্তি নমুনা দিয়েছিলেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আমরা ই-মেইলের মাধ্যমে করোনা শনাক্তের বিষয়টি অবগত হই। শনিবার দুপুরে রোগীর বাসায় গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষাসহ পরিবারের অন্য ২ জনের নমুনা সংগ্রহ করেছি। আগামীকাল ভবনের সবার নমুনা সংগ্রহ করা হবে।   

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, করোনা আক্রান্ত রোগীর বাসাসহ পুরো ভবন লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যক্তি আর কার কার সঙ্গে মিশেছেন বা কিভাবে আক্রান্ত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ওসমানীনগরে প্রথম করোনা রোগী ধরা পড়ে গত ৩০ এপ্রিল। দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া (নোয়াগাঁও) গ্রামের ৫৫ বছরের এক ব্যক্তি ভাইরাস আক্রান্ত হন। গত ২৬ এপ্রিল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই ব্যক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা সন্দেহজনক মনে করে এই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করেন। এরই মধ্যে রোগীর শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন। তারপর ওসমানীনগরের ওই ব্যক্তির করোনা পজিটিভ জানিয়ে রিপোর্ট আসে।

গত ৫ মে ওসমানীনগরে ২য় করোনা রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত ঢাকা ফেরত ২৪ বছর বয়সী তরুণ গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। তিনি কয়েকদিন আগে বালাগঞ্জে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে কিছুটা অসুস্থতাবোধ করেন। করোনা আক্রান্ত বলে সন্দেহ হওয়ায় তিনি নমুনা পরীক্ষা করতে দেন। পরবর্তীতে তার করোনা পজেটিভ শনাক্ত হয়।

ইউডি/এনপি-২২