গোলাপগঞ্জে ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ১৬, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন


আপডেট : মে ১৬, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন



গোলাপগঞ্জে ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মকবিলের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন ত্রাণ কমিটির সদস্যরা। 

মেম্বার শেখ মকবিল আলী প্রকৃত গরিব-অসহায় মানুষদের বঞ্চিত করে নিজের পছন্দের লোকদের মধ্যে ত্রাণসামগ্রী ও সুবিধাদি বিতরণ করেছেন বলে তাদের অভিযোগ। আজ শনিবার (১৬ মে) গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিতভাবে এ অভিযোগ করেছেন ত্রাণ কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী। 

এ ব্যাপারে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন তারা। 

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অফিস খোলার পর আমি বিষয়টি তদন্ত করব। অভিযোগ সত্যি হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

এফএমএ/এনপি-২৪