সিলেট মিরর ডেস্ক
মে ১৬, ২০২০
০৮:৩৩ অপরাহ্ন
আপডেট : মে ১৬, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন
স্থানীয় বড়শালা ও এয়ারপোর্ট বাইপাস এলাকার চারশ দুস্থ পরিবারকে খাদ্যদ্রব্য উপহার দিয়েছে সিলেট ক্লাব লিমিটেড। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট ক্লাব প্রাঙ্গন থেকে এ খাদ্যদ্রব্যের প্যাকেট দুস্থদের মধ্যে হস্তান্তর করা হয় | খাদ্যদ্রব্যের প্রতিটি প্যাকেটে দশ কেজি চাল, তিন কেজি পেঁয়াজ, তিন কেজি আলু, দুই কেজি মসুর ডাল, দুই লিটার তেল ছাড়াও চিনি, সেমাই, লবন ও সাবান দেওয়া হয়।
খাদ্যদ্রব্য বিতরণকালে উপস্থিত ছিলেন, ক্লাব প্রেসিডেন্ট আফজল রশীদ চৌধুরী, ক্লাবের সাবেক প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুহিতুল বারী রহমান, মেম্বার অ্যাডমিন আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, মেম্বার (স্পোর্টস অ্যান্ড কালচার) আতিকুর রহমান বাবু, মেম্বার (ফুড এন্ড বেভারেজ) শাহাদৎ হোসেন ভুঁইয়া, ক্লাব সভ্য হানিফ আলম চৌধুরী, ইশফাক চৌধুরী, শহীদ আহমদ চৌধুরী সাজু, শায়েস্তা মিয়া প্রমুখ |
এদিকে, সিলেট ক্লাব সূত্রে জানানো হয়েছে সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোট এর চলমান ত্রাণকার্যে সহায়তা দিতে সিলেট ক্লাব লিমিটেড ১ টন চালসহ খাদ্যদ্রব্য শীঘ্রই হস্তান্তর করবে।
এনপি-২৮