হাদিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় পত্রিকা হকারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক


মে ১৬, ২০২০
০৯:০১ অপরাহ্ন


আপডেট : মে ১৬, ২০২০
০৯:০৪ অপরাহ্ন



হাদিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় পত্রিকা হকারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

হাদিয়া ফাউন্ডেশন ইউএসএ এর সহযোগিতায় নগরের ১৮ নম্বর ওয়ার্ডের পত্রিকা বিক্রি করা হকারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বলের ব্যবস্থাপনায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ শনিবার (১৬ মে) বেলা ৩টায় সিলেট নগরের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন দৈনিক সিলেট মিরর-এর সম্পাদক আহমেদ নূর। খাদ্যসামগ্রী বিতরণকালে আহমেদ নূর বলেন, 'করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে সিলেটের দৈনিক পত্রিকাগুলোর প্রকাশনা বন্ধ। আর এতে পত্রিকা বিক্রি করা হকাররা সংকটকালীন মুহূর্ত পার করছেন। এই দুর্যোগের সময় হাদিয়া ফাউন্ডেশন যে ভূমিকা রেখেছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।'

খাদ্যসামগ্রী বিতরণকালে কাউন্সিলর উজ্জ্বল বলেন, 'হাদিয়া ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নাম গোপন রাখার শর্তে আমার কাছে মানুষকে সহযোগিতার জন্য বরাদ্দ দিয়েছেন। তাদের বরাদ্দে আজ ১৮ নম্বর ওয়ার্ডের পত্রিকা বিক্রি করা হকারদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।’

এর আগে এই ওয়ার্ডের বিদ্যালয়ের কর্মচারী, গাড়ি চালক, সেলুনের কর্মচারীসহ প্রায় ৮৫০টি নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আগামীতেও এর ধারাবাহিক বজায় থাকবে বলে কাউন্সিলর উজ্জ্বল জানিয়েছেন। এসময় আরও উপস্থিত ছিলেন, এমএকিউ ফেরদৌস, দুলাল খান, হেলেন বেগম, রাশেদ আহমদ রাশু প্রমুখ।

এনপি-৩০