নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২০
০৯:৩৫ পূর্বাহ্ন
আপডেট : মে ১৭, ২০২০
০৯:৪২ পূর্বাহ্ন
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরও দুই নার্স ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের এক ব্রাদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ শনিবার (১৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে আজ শনিবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এই ১৮ জনের মধ্যে ওসমানী মেডিকেলের দুই নার্স ও শামসুদ্দিন আহমদ হাসপাতালের এক ব্রাদার রয়েছেন বলে জানা গেছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, আমাদের হাসপাতালের এক ব্রাদার ও ওসমানী মেডিকেলের দুই নার্স করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচজন নার্সের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে চারজনই বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এনসি/বিএ-১২