কোচদের চুক্তির ব্যাপারে নতুন করে ভাবছে বিসিবি

খেলা ডেস্ক


মে ১৭, ২০২০
০৭:৩২ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২০
০৭:৩২ পূর্বাহ্ন



কোচদের চুক্তির ব্যাপারে নতুন করে ভাবছে বিসিবি

 

করোনা ভাইরাসের কারণে প্রায় সব ক্রিকেট বোর্ডের কোষাগারে টান পড়েছে। ক্ষতি পুষিয়ে নিতে কোচ স্টাফ এমনকি ক্রিকেটারদের বেতনও কেটে নিচ্ছে তারা। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিদেশি কোচদের বেতন কাটার কথা ভাবছে

বর্তমানে মাঠে কোনো খেলা নেই। জুন-আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের। দুটোই ভেস্তে গেছে। বাতিল হয়েছে টাইগারদের পাকিস্তান সফর। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও বাতিল। ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিসিবি।

মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর নিজ নিজ দেশে ফিরে যান বিসিবির বিদেশি কোচরা। এরপরই করোনার হানা। প্রত্যেকে এখন লকডাউনে আটকে আছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজে ফেরা অসম্ভব তাদের জন্য। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, - মাসের রেভেনিউ লস হলে কোচদের চুক্তির ব্যাপারে নতুন করে ভাবতে পারেন তারা। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। তার সঙ্গে বোলিং কোচ হিসেবে আছেন ওটিস গিবসন এবং স্পিন বোলিং উপদেষ্টা হিসেবে কাজ করছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। ফিজিওর দায়িত্বে আছেন জুলিয়ান ক্যালেফাতো। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ফিল্ডিং কোচ হিসেবে আছেন রায়ান কুক। এদের মধ্যে ডমিঙ্গো, গিবসন ক্যালেফাতোর চুক্তি বার্ষিক। ভেট্টোরি, ম্যাকেঞ্জি কুক টাকা পান ডে-টু-ডে চুক্তিতে। অর্থাৎ নির্দিষ্ট কিছুদিনই কাজ করেন তারা।

আকরাম খান প্রত্যেক কোচের চুক্তিতে পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, ‘যাদের সঙ্গে আমাদের প্রত্যাহিক চুক্তি রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই কেবল আমরা তাদের কাজে লাগবো। অন্যান্য দেশ যা করবে আমরাও তাই করবো।’

 

এআরআর/০৩