২৪ ঘন্টায় সিলেট ও হবিগঞ্জে ২৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১৬, ২০২০
১১:৪৮ অপরাহ্ন


আপডেট : মে ১৭, ২০২০
১২:০১ পূর্বাহ্ন



২৪ ঘন্টায় সিলেট ও হবিগঞ্জে ২৯ জনের করোনা শনাক্ত

সিলেট ও হবিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। 

আজ শনিবার (১৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে ১৮ জনের করোনা পজিটিভ আসে। একই দিনে হবিগঞ্জ জেলায় আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট আসে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, ওসমানী হাসপাতালের ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। 

সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ১৪ জন রয়েছেন। 

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান সিলেট মিররকে বিষয়টি নিশ্চি করে জানান, ওসমানী হাসপাতালে শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ১৪ জন রয়েছেন। এর মধ্যে ১৩ জনই একই বাড়ির। তাদের বাড়ি গোলাপগঞ্জের টিকরবাড়ি এলাকায়। তারা করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন। অন্যজন একই উপজেলার সুন্দিশাইল গ্রামের। 

বাকি চার জনের দুইজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও একজন শামছুদ্দিন হাসপাতালের ব্রাদার। একজনের ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, আমাদের হাসপাতালের এক ব্রাদার ও ওসমানী মেডিকেলের দুই নার্স করোনা আক্রান্ত হয়েছেন। 

এদিকে হবিগঞ্জে আজ শনিবার (১৬ মে) আরও ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৬ মে) ঢাকার ল্যাব থেকে এসব রিপোর্ট আসে বলে সিলেট মিররকে নিশ্চিত করেন হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান ।

তিনি বলেন, আজ হবিগঞ্জের আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরমধ্যে ৫ জন নারী ও ৬ জন পুরুষ। 

তবে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান বলেন, ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে এই ১১ জনের করোনা শনাক্ত করা হয় বলে আমাদের নিশ্চিত করেছে। তাদের মধ্যে সদর উপজেলার ৯ জন ও বানিয়াচং উপজেলায় দুইজন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন।

বিএ-০৩