বার ও বেঞ্চের মধ্যে ভার্চুয়াল আদালত বিষয়ক অনলাইন ওয়ার্কশপ

সিলেট মিরর ডেস্ক


মে ১৭, ২০২০
১২:২৩ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২০
১২:২৬ পূর্বাহ্ন



বার ও বেঞ্চের মধ্যে ভার্চুয়াল আদালত বিষয়ক অনলাইন ওয়ার্কশপ

ছবি-প্রতীকি

সিলেটের আইনজীবীদের ভার্চুয়াল কোর্ট শোনানি বিষয়ে ধারণা দিতে অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৬ মে) বেলা ২টার দিকে  সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমানের নেতৃত্বে এক অনলাইন ওয়ার্কশপের আয়োজন করা হয়।

বিচারক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মোয়াজ্জেম হোসাইন এর সঞ্চালনায় এবং সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমানের সভাপতিত্বে ভয়েস কনফারেন্সিং ওয়ার্কশপে উপস্থিত ছিলেন সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমসহ সিলেটে কর্মরত সকল পর্যায়ের বিচারকবৃন্দ। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

সভার শুরুতে মাননীয় জেলা জজ মহোদয় ভার্চুয়াল কোট হিয়ারিং এ অংশগ্রহণ করায় সিলেট জেলা আইনজীবী সমিতিকে অভিনন্দন জানান। ভার্চুয়াল কোর্ট হিয়ারিং এ বিদ্যমান সমস্যাবলী আইনজীবীরা উক্ত ওয়ার্কশপে  উপস্থাপন করেন এবং তা আশু সমাধানের প্রত্যাশা করেন। 

সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য দেন মহানগর দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ  সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা।   

উল্লেখ্য, ইন্টারনেট ব্যবহার করে video conferencing পদ্ধতিতে বিচারক ও আইনজীবীদের যৌথ অংশগ্রহণে ভিত্তিতে সিলেট বিচারাঙ্গণে এটাই প্রথম কোন ভার্চুয়াল ওয়ার্কশপ।

 

বিএ-