নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২০
১১:২৬ পূর্বাহ্ন
আপডেট : মে ১৭, ২০২০
০৮:৪০ অপরাহ্ন
সিলেটে বিভাগে এ পর্যন্ত ৪শ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সবশেষ গতকাল শনিবার ৪১ জন রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ২৫ জন, সুনামগঞ্জে একজন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ৪ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৪১ জন। এছাড়া রয়েছেন হবিগঞ্জের ১২৯ জন, সুনামগঞ্জের ৬৯ জন ও মৌলভীবাজারের ৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া জানান, সিলেট বিভাগে গতকাল শনিবার একদিনে ৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় সিলেট বিভাগে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪শয় পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান আজ রবিবার সিলেট মিররকে জানান, গতকাল শনিবার (১৬ মে) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
তিনি জানান, একই দিন ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে সিলেট বিভাগের আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের চারজন।
গত শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৯ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৫ জন।
এনসি/এনপি-১০