বিয়ানীবাজার প্রতিনিধি
মে ১৭, ২০২০
০১:০৪ অপরাহ্ন
আপডেট : মে ১৭, ২০২০
০১:০৬ অপরাহ্ন
বিয়ানীবাজার উপজেলার শেওলা সেতু এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, গতকাল শনিবার (১৬ মে) দুপুরে গজুকাটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতদের কাছ থেকে ৫৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনকাজে নিয়োজিত একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করে বিজিবি। এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ১শ ৪১ টাকা, মোবাইল ফোন ২টি, মেমোরি কার্ড ১টি ও সিমকার্ড ৩টি উদ্ধার করে বিজিবি।
আটককৃতরা হলো- শাহপরাণ থানার ইসলামাবাদ গ্রামের মৃত ইন্তেজ আলী খানের ছেলে মো. লিচু খান (৫৫) ও একই থানার শাহপরাণ গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. এরশাদুল রহমান (২০)।
বিজিজি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ-০১/এনপি-১৪