বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে ল্যাব এইডের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক


মে ১৭, ২০২০
০৩:৫৭ অপরাহ্ন


আপডেট : মে ১৭, ২০২০
০৭:৩৭ অপরাহ্ন



বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে ল্যাব এইডের কর্মীরা

দুই মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আন্দোলন করেছেন ল্যাব এইড সিলেট শাখার কর্মীরা। আজ রবিবার (১৭ মে) দুপুরে নগরের কাজলশাহ এলাকায় ল্যাব এইডের শাখার সামনে এ আন্দোলন করেন তারা। 

কর্মীরা জানান, এপ্রিল থেকে বেশিরভাগ কর্মীকে বেতন ছাড়া জোরপূর্বক ছুটি প্রদান করা হয়েছে। তবে ল্যাব এইড কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরো বেতন না পেলেও একটি অংশ তাদের দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

এই বিষয়ে আন্দোলনরত ল্যাব এইড সিলেটের হেল্থ ডেস্ক কর্মকর্তা শাকিল আহমেদ সিলেট মিররকে বলেন, আমাদের বেশিরভাগ কর্মীর আয়ের ওপর নির্ভরশীল তাদের পরিবার। কিন্ত দুই মাস ধরে বেতন না পাওয়ায় তারা এখন প্রায় অসহায়। এজন্য আমরা কর্তৃপক্ষের কাছে জানতে এসেছিলাম কবে আমরা কাজে ফিরতে পারবো। কিন্তু কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করার মতো কোনো তথ্য দিতে পারেননি। যদিও পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে দুই দিনের সময় চান।   

তিনি বলেন, আমরা গত ৮ থেকে ১০ বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছি। বেশিরভাগই আমরা প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী। কিন্তু প্রতিষ্ঠানের এখন আয় নেই বলে আমাদেরকে বেতন ছাড়া জোরপূর্বক ছুটি দেওয়া হয়েছে। এত বছর প্রতিষ্ঠানকে সেবা দেওয়ার পরও এই দূর্যোগের মুহূর্তে এভাবে জোরপূর্বক ছুটি দেওয়ায় আমরা আশাহত। তাছাড়া সবাইকেও এভাবে বাধ্য করা হয়নি। 

তিনি আরও বলেন, এখনও কিছু সংখ্যক কর্মী কাজ করছেন। ১০০ জন কর্মীর মধ্যে ৮০ জনকেই ছুটি দেওয়া হয়ে গেছে। কাউকে দেওয়া হচ্ছে আবার কাউকে দেওয়া হচ্ছে না, এটা খুবই দুঃখজনক। এছাড়া প্রতিষ্ঠান সবসময় মুনাফা করে এসেছে। এত মুনাফার পরেও এই দুর্যোগে কর্মীদের মাত্র দুই মাস বেতন দিতে না পারা হতাশাজনক।

তবে ছুটিতে থাকা কর্মীদের বেতনের তালিকা ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ল্যাব এইড সিলেটের ব্যবস্থাপক আমিনুল ইসলাম। এই বিষয়ে সিলেট মিররকে তিনি বলেন, আমরা ইতোমধ্যে বেতনের তালিকা পাঠিয়েছি। হয়তো পুরো টাকা তারা পাবে না। তবে অন্তত অর্ধেক বেতনও যেন কর্মীদের দেওয়া হয়, সেজন্য অনুরোধ জানিয়েছি। আগামী দুই-একদিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো।

আরসি-০১/বিএ-১১