সোমবার থেকে আবারও খুলছে হাসান মার্কেট

নিজস্ব প্রতিবেদক


মে ১৭, ২০২০
০৬:২৭ অপরাহ্ন


আপডেট : মে ১৭, ২০২০
০৬:২৭ অপরাহ্ন



সোমবার থেকে আবারও খুলছে হাসান মার্কেট

আগামীকাল সোমবার (১৮ মে) থেকে আবারও হাসান মার্কেট খোলার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আজ রবিবার (১৭ মে) দুপুরে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইছ আলী। 

তিনি বলেন, ' নগরের হকার্স মার্কেটসহ অনেক দোকানপাটই খোলা হচ্ছে। তাই আমরা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বিবেচনা করা সোমবার থেকে মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি আরও বলেন, 'তবে আমরা স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনেই মার্কেট খোলা রাখবো। মাস্ক ছাড়া কাউকে মার্কেটে প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কেটে প্রবেশ-কালে সবাইকে জীবাণুনাশক স্প্রে করা হবে। প্রতিটি দোকানে জীবাণুনাশক স্প্রে রাখা হয়েছে। আর সামাজিক দূরত্বের ব্যাপারটাও নিশ্চিত করা হবে।'

এর আগে ঈদ উপলক্ষে শর্তসাপেক্ষে গত ১০ মে থেকে শপিং মল ও দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। তবে গত ৮ মে মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠকে সিলেট নগরের ব্যবসায়ীরা দোকানপাট ঈদের আগে খোলা না রাখার ঘোষণা দেন। পরদিন ৯ মে সিলেটের হাসান মার্কেটও বন্ধ রাখার ঘোষণা দেন মার্কেট কর্তৃপক্ষ। কিন্তু গত ১৩ মে (মঙ্গলবার) থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীরা খোলে বসেন দোকানপাট। এতে তুমুল সমালোচনা শুরু হয়। পরবর্তীতে গত ১৪ মে পুণরায় মার্কেটটি বন্ধের ঘোষণা দেন ব্যবসায়ীরা।

এনএইচ/বিএ-১৯