সিলেটে আরও ১৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১৭, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন


আপডেট : মে ১৭, ২০২০
০৯:০৩ অপরাহ্ন



সিলেটে আরও ১৩ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ রবিবার  (১৭ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ রবিবার ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ৮ জন সিলেট সদর উপজেলার (সিটি করপোরেশনসহ)। বিশ্বনাথের ৪ জন ও ফেঞ্চুগঞ্জের ১জন বলেও জানান তিনি।

এনসি/বিএ-২২