করোনা আক্রান্ত নন ওসমানীর সেই চিকিৎসক

সিলেট মিরর ডেস্ক


মে ১৮, ২০২০
০৮:১৫ পূর্বাহ্ন


আপডেট : মে ১৮, ২০২০
০৮:৪২ পূর্বাহ্ন



করোনা আক্রান্ত নন ওসমানীর সেই চিকিৎসক

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার করোনা আক্রান্ত নন।

আজ রবিবার  (১৭ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তার করোনা নেগেটিভ আসে। এর আগে গত শুক্রবার (১৫ মে) তার নমুনা পরীক্ষা করা হয়। সেখানেও তার করোনা নেগেটিভ আসে। 

জানা গেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার গত বৃহস্পতিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। তার বাসা নগরের উপশহর এলাকার জে ব্লকে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, যাদের করোনার উপসর্গ দেখা দেয় তাদের পরপর দুইবার করোনা পরীক্ষা করা হয়। যদি দুইবারই কারও করোনা নেগেটিভ আসে তবে সে করোনা আক্রান্ত নয় বলা হয়। ওসমানী মেডিকেলের ওই চিকিৎসকের দুইবার করোনা নেগেটিভ আসায় তিনি করোনা আক্রান্ত নয় বলে নিশ্চিত হয়েছি আমরা।

এনসি/বিএ-২৩