সিলেট মিরর ডেস্ক
মে ১৭, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২০
০১:৩৭ পূর্বাহ্ন
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক কর্মকর্তা ও তার পরিবারের তিন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (১৭ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
জানা গেছে, ওই কর্মকর্তা সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (কমিশনারের একান্ত সচিব, ডিএসবি, নেজারত শাখা ও আইসিটি সেল)। গত কয়েকদিন আগে তার করোনা শনাক্ত হয়। আজ রবিবার ওই কর্মকর্তা, তার স্ত্রী, ছেলে ও স্ত্রীর বোনের শরীরের নমুনা ওসমানী মেডিকেলের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে তাদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও পরিচালক, স্থানীয় সরকার) মো. ফজলুল কবীর।
তিনি সিলেট মিররকে বলেন, ওই কর্মকর্তা ভালো আছেন। তবে তার স্ত্রী ও শ্যালিকা শ্বাসকষ্ট আছে।
এনসি/বিএ-২৪