প্রাক্তণ প্রধান শিক্ষক দুলন কান্তি আর নেই

নিজস্ব প্রতিবেদক


মে ১৭, ২০২০
০৮:৫২ অপরাহ্ন


আপডেট : মে ১৭, ২০২০
০৯:০২ অপরাহ্ন



প্রাক্তণ প্রধান শিক্ষক দুলন কান্তি আর নেই

সিলেট নগরের বন্দরবাজারস্থ রাজা জিসি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দুলন কান্তি দত্ত পুরকায়স্থ (৬২) আর নেই। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ১৮ মিনিটে তিনি সিলেট নগরের লামাবাজারের (উদ্যম-২২/৩) বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার সকালে ওসমানীনগর উপজেলার মশাদিয়া গ্রামে নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। 

দুলন কান্তি দত্ত পুরকায়স্থ এর শ্যালক আইনজীবী সমর বিজয় সী শেখর জানান, দুলন কান্তি বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।     

দুলন কান্তি দত্ত পুরকায়স্থ মশাদিয়া গ্রামের সমাজসেবক প্রয়াত কামাক্ষ্যা কুমার দত্ত পুরকায়স্থ এর কনিষ্ট পুত্র। তিনি দীর্ঘদিন রাজা জিসি হাইস্কুলে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। ২০১৮ সালে তিনি অবসর নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পূরবী রানী সী সহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

অসুস্থ থাকাকালে নানাভাবে সহযোগিতা করার জন্য পূরবী রানী সী দুলন কান্তি দত্ত পুরকায়স্থর ছাত্রদের ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এনপি-১৮