নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২০
০৯:২৩ পূর্বাহ্ন
আপডেট : মে ১৮, ২০২০
১০:৩৯ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের আরও চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (১৭ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান।
সিলেট মিররকে তিনি বলেন, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় ওই পুলিশ সদস্যদের আগেই বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা এখন সেখানে চিকিৎসা নিচ্ছেন।
এ নিয়ে বিশ্বনাথ পুলিশের ১০ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।
এনসি/বিএ-২৫